ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুটি কিডনি নষ্ট হয়ে আইসিইউতে ভর্তি ছিল এতিম কুলসুম — শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো

দৈনিক পুনর্ভবা
জুলাই ১৬, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দুটি কিডনি নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বাবা-মা হারা এতিম কিশোরী উম্মে কুলসুম (১৭) অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। বুধবার বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (তারিখ:১৬ /০৭/২০২৫)।

উম্মে কুলসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। বাবা-মা বহু আগেই মারা গেছেন। অভিভাবকহীন অবস্থায় এক আত্মীয়ের বাড়িতে থেকে জীবনযাপন করছিল। কয়েক মাস আগে তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন, তার জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন কিংবা ডায়ালাইসিস চিকিৎসা প্রয়োজন। কিন্তু দারিদ্র্যের কারণে সেই ব্যয়বহুল চিকিৎসা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুলসুমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানানো হয়। কিছু মানুষ এগিয়ে এলেও প্রয়োজনীয় চিকিৎসা খরচ জোগাড় করা যায়নি। ফলে তাকে আইসিইউতে রেখেও বাঁচানো সম্ভব হলো না।

তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, কুলসুম ছিল অত্যন্ত ভদ্র, শান্ত ও পরিশ্রমী মেয়ে। অভাব-অনটনের মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়া।

এটাই কি আমাদের সমাজের বাস্তবতা? এতিম, দরিদ্র হলে কি তার চিকিৎসা পাওয়ার অধিকার থাকে না?

স্থানীয়রা এই ঘটনায় ব্যথিত হয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে অথবা বিত্তবান কেউ যদি এগিয়ে আসতেন, হয়তো কুলসুমকে বাঁচানো যেতো। এ মৃত্যু যেন সমাজের প্রতি একটি প্রশ্নচিহ্ন হয়ে থাকে।

আল্লাহ যেন কুলসুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
রাজশাহী সর্বশেষ
%d bloggers like this: