মোঃ শাহিন আলম:- শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জে দিনব্যাপী রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করল উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ | ২০ জুলাই: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলে আজ রবিবার দিনব্যাপী একটি রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, শায়েস্তাগঞ্জ শাখার আয়োজনে এবং রোবমেন্ট বিডি ও রোবটিক্স শপ বিডি’র কারিগরি সহায়তায় আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও তাদের হাতে-কলমে প্রশিক্ষণের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন: মোহাম্মদ মোশাহিদ মজুমদার, তরুণ উদ্ভাবক ও গবেষক, এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই আমাদের এই কর্মশালা। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যাতে আধুনিক প্রযুক্তি শিক্ষা পৌঁছে যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
সভাপতিত্ব করেন:
প্রধান শিক্ষক মো: নুরুল হক, যিনি বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়িয়ে তুলবে। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের এই কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”
প্রশিক্ষণ প্রদান করেন:
সুকান্ত শর্মা শিপ্লব, প্রধান সমন্বয়ক, রোবমেন্ট বিডি
মোহাম্মদ সুমন আলী, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর, রোবমেন্ট বিডি
তারা শিক্ষার্থীদের হাতে-কলমে বিভিন্ন রোবটিক্স যন্ত্রপাতি যেমন মোটর, সেন্সর, আরডুইনো বোর্ড, প্রোগ্রামিং ইত্যাদি ব্যবহার করে রোবট তৈরির প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষক সুকান্ত শর্মা বলেন, “বইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে দেয়। তারা আজ নিজেরাই ছোট ছোট প্রজেক্ট তৈরি করেছে – এটা ভবিষ্যতে তাদের প্রযুক্তির পথপ্রদর্শক হবে।”
বিশেষ অতিথি ছিলেন: আল আমিন সাঈফী, সমন্বয়ক, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব (শায়েস্তাগঞ্জ শাখা)। তিনি বলেন, “গ্রামের শিক্ষার্থীদের জন্য এই ধরনের উদ্যোগ সময়ের দাবি। প্রযুক্তি শিক্ষা এখন শহরেই সীমাবদ্ধ নয় – আমরা তা গ্রামে পৌঁছে দিচ্ছি।”
দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য ছিল রোবটিক্সের প্রাথমিক ধারণা, হাতে-কলমে প্রজেক্ট তৈরি, কুইজ প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে প্রদান করা হয় অংশগ্রহণ সনদ।
কর্মশালার মূল আকর্ষণ ছিল: নিজ হাতে রোবট বানানো, সেন্সর ও মোটরের ব্যবহার, রোবট নিয়ন্ত্রণে প্রোগ্রামিং, প্রশ্নোত্তর পর্ব
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শায়েস্তাগঞ্জের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন কর্মশালা আয়োজন করা হবে।