মোঃ শাহিন আলম,শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি।
রোববার ২৭ জুলাই ২০২৫ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বিশিষ্ট লেখক, গবেষক ও সাবেক ছাত্রনেতা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের নেতৃত্বে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের মধ্যে এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নেতা এহসানুল হক ও হাসান ইবনে আলী প্রমুখ।
বৈঠক সম্পর্কে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক মিডিয়াকে বলেন, জুলাই গণঅভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ গড়তে ইসলামী শক্তি ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যৈর প্রয়োজন। আগামী দিনে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের টেঁকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য এই দুই শক্তির বিকল্প নেই। এই দুই মিশেল শক্তিই গত ১৭ বছরের ফ্যাসিবাদী অপশক্তিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং কোন অপশক্তি যাতে নতুন এই বাংলাদেশে আগামী দিনেও এই দুই শক্তির ঐক্যবদ্ধ যাত্রায় কেউ ব্যাঘাত সৃষ্টি করতে না পারে এব্যাপারে সবাই সজাগ ও সতর্ক থাকতে হবে বলে এসময় তিনি জানান।
এসময় বৈঠক শেষে মাওলানা একে এম আশরাফুল হক তার লেখা, সম্পাদনা করা ও অনুবাদ করা
১) ধর্ম সমাজ রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ।
২) বিন্দুহীন জীবনালেখ্য মোহাম্মদ সা.।
৩) ইসলাম ও আধুনিক রাজনীতি
নামের ৩ টি বই বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপহার দেন।