ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দৈনিক পুনর্ভবা
আগস্ট ২০, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

এমরান আলী বাবু,
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা,  ২ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়ে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার ষ্টেশন কেডিসিপাড়া মহল্লায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৮৪০ পিস ইয়াবা, ৪৬৯ হিরোইন পুরিয়া, হেরোইন ১৪০ গ্রাম, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাইমদ, ৩টি হেরোইন পরিমাপক মেশিনসহ মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার  মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আছমা  বেগম (৫৫), ছেলে তানু (৪৫), ইকরামুলের স্ত্রী চিরল(৫০), তাজুর স্ত্রী বিজলী (৫০), মৃত ইসলামের স্ত্রী বুধি(৫০)। সাজাপ্রাপ্তরা হলেন একই এলাকার খোশ মোহাম্মদের ছেলে আরিফ(২৯), আব্দুর রাজ্জাকের ছেলে মরু(৪০) ও বাঙ্গাবাড়ি ইউনিয়নের মৃত মুজিবুর রহমানের ছেলে কাদির (৪৫)

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, কাস্টমস এর সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক চৌধুরি ইমরুল হাসান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌর শহরের ষ্টেশন কেডিসিপাড়া মহল্লায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে অভিযানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৮ জনকে আটক করা। এদের মধ্যে ৫ জনকে নিয়মিত মামলা, ২ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: