ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার — সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা

দৈনিক পুনর্ভবা
আগস্ট ২২, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগী, স্বাধীনতা চত্বর সংলগ্ন ব্রিজের গোড়ার বাসিন্দা মো: ইব্রাহীম। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এবং বর্তমানে কিছুটা অসুস্থও। তবুও দারিদ্র্যের সাথে লড়াই করে অটো চালিয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন তিনি।

জীবনের অনেক সংগ্রামের পর একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিলেন একটি অটো। সেই অটোই ছিল তাঁর পরিবারের একমাত্র ভরসা, রোজগারের প্রধান অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যবশত গত শুক্রবার ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।

সেদিন তিনি তাঁর ভাগ্নির বিয়ের দাওয়াতে পরিবারের সবাইকে নিয়ে যান লোহারটেক এলাকায়। অনুষ্ঠানস্থলে গিয়ে রাস্তার পাশে নিজের অটো রেখে বাড়ির ভেতরে প্রবেশ করেন। খাওয়া-দাওয়া শেষে ফিরে এসে দেখেন—যানবাহনটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও অটোর কোনো সন্ধান মেলেনি।

ইতিপূর্বেও একবার তাঁর জীবনে একই ঘটনা ঘটেছিল। স্থানীয়দের ধারণা, তিনি প্রতিবন্ধী হওয়ায় চক্রবদ্ধ দুষ্কৃতকারীরা তাঁকেই বারবার টার্গেট করছে। অথচ এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি এখনও পুরোপুরি শোধ হয়নি। ফলে এখন তাঁর মাথায় হাত—কিস্তির টাকা শোধ করবেন কীভাবে, সংসারের ভরণপোষণই বা চালাবেন কী দিয়ে?

অটো হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন ইব্রাহীম। তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।

এই অবস্থায় সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের প্রতি সবিনয় অনুরোধ—আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই। তাঁর পরিবারকে সহায়তা করি। একটি অটো হয়তো আমাদের কাছে সাধারণ জিনিস, কিন্তু ইব্রাহীমের কাছে তা তাঁর জীবন, তাঁর সন্তানের ভবিষ্যৎ।

যোগাযোগ নম্বর: ০১৭৫৩৮২৯৪৭৫ (মো: ইব্রাহীম)

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: