এমরান আলী বাবু,
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাড়িয়ে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয় । বিক্ষোভ ও মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না’ ‘ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে’ ‘অ্যাকশান অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী আল- কারিমা, মিম, মেহেদি হাসান, সানজিদা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, এই ফি বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবিলম্বে ফি প্রত্যাহার চাই।
আরেক শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অসচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অনতিবিলম্বে এই ফি প্রত্যাহার চাই।
এ বিষয়ে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার বলেন , শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।