গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী সিডিউল কাস্ট (এস’সি) হাই স্কুলে আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নতুন শারীরিক শিক্ষার শিক্ষক মিঠু মিয়া।শিক্ষক মিঠু মিয়ার যোগদানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও শারীরিক শিক্ষার মান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল বলেন,মিঠু মিয়ার যোগদানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া ও শরীরচর্চা কর্মকাণ্ডে আরও উৎসাহিত হবে। শারীরিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়,যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বড় ভূমিকা রাখে।
সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা আশা করি নতুন শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
নতুন যোগদানকারী শিক্ষক মিঠু মিয়া বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন,আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও সুস্থ-সুন্দর মানসিকতার বিকাশ ঘটাতে।