ক্রাইম রিপোর্টার ,নরসিংদীর প্রতিনিধিঃ
হোটেল নিরালা(আবাসিক)এর মালিক মোঃ জাহাঙ্গীর সরকারের বড় ছেলে, “জাহিদ সরকার” নিজ হোটেলের কর্মচারীদের ।অভিনব কায়দায় অত্যাচার ও নির্যাতনের ষ্টিমরোলার চালিয়ে যাচ্ছে ।যে কারণে বিশ্বস্ত কর্মচারীরা ভয়ে আতংকে কর্মস্তল ছেড়ে
পালিয়েছে কেউ বা অত্যাচারে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে । এ যেন দেখার কেউ নেই । যানা যায় হোটেল নিরালা (আবাসিক) এর মালিক
জাহাঙ্গীর সরকার। গত কয়েক দিন আগে পবিত্র মক্কা শরীফে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান ।
উক্ত সময়েই জাহিদ সরকার রুদ্র মুর্তী ধারন করে। তথ্য সূত্রেঃ হরিণ বাড়ীর আলমগীর, রাজমিস্ত্রী মুক্তার,সুমন, অফিস কর্মচারী সিদ্দিক । সহ অজ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন । জাহাঙ্গীর সরকারের ১ম স্ত্রী ছয়টি কন্যা সন্তান । কল গার্ল সুমি (হোটেল নিরালা)এ খদ্দেরের সাথে আসিলে । জাহাঙ্গীর সরকারের নজরে পড়ে । তখন একটি পুত্র সন্তানের আশায় । কলগার্ল সুমি কে বিয়ে করে । সৃষ্টি কর্তা জাহাঙ্গীর সরকারের আশা পূর্ণ করে । কুলাঙ্গার পুত্র জাহিদ সরকার জন্ম নেয়। জাহিদ সরকারের বিভিন্ন অপরাধের ।অনুসন্ধানি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সূত্রেঃ বেড়িয়ে আসে । হোটেলের অফিসের ভিডিও ফুটেজ এ চিত্রে দেখা যায় । হোটেল( ম্যানেজার টু) সুমনকে বোতল ছুড়ে মারে পরবর্তীতে তাকে ধরে নিয়ে ফ্ল্যাংকিং মারছে অপরচিত্রে দেখা যায় তার নির্দেশে আলমগীরকে টর্চার ছেলে নির্যাতন করে রক্তাক্ত জখম করেছে। এমন কি পার্শ্ববর্তী ব্যাবসায়ী বৃন্দ । ও পরিবারের সদস্যদের সাথে অশুভ আচরণ (বেয়াদবী) করছে যানা যায়। উক্ত কুলাঙ্গার সন্তান জাহিদ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে । জাহাঙ্গীর সরকারের পরিস্থিতি আরো খারাপ হতে এমনটাই অভিমত ব্যক্ত করেছেন শুভাকাঙ্খীগণ।