মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত্রী-০০.৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানাধীন বেরুলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি মোঃ শাহরিয়ার রহমান শিয়াম (২৪), পিতা-মোঃ শাকিলুর রহমান, সাং- ভানুকর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ফেন্সিডিল-২৬ বোতল, মোবাইল- ০১টি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫. সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, নাটোর জেলার লালপুর থানাধীন বেরুলা নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামির কাছে রক্ষিত বাজারের ব্যাগ তল্লাশী করে ২৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে নাটোর জেলার লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।