মো: শাহিন মিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে অবশেষে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আজ সোমবার (১সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল হাকিম আজাদ।
তিনি জানান, অস্থায়ী এ ক্যাম্পে মোট ১৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সেতুর যন্ত্রাংশ চুরি প্রতিরোধেও এ ফোর্স কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা প্রমুখ।
গত ২০ আগস্ট দুপুরে মাওলানা ভাসানী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই সেতুর বৈদ্যুতিক তার ও রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটে। এছাড়া দর্শনার্থীদের অসাবধানতার কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটে।