শাফিউল ইসলাম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে প্রকাশ্যে জুয়া খেলার সময় পরী দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পরী দাস সুঘাট ইউনিয়রে বেলগাছী গ্রামের মৃত তারাপদ এর ছেলে।
সোমবার দুপুরে তাকে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, গত ৩১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাখালিয়া গ্রামে বাঙ্গালী নদীর চরে জুয়া খেলা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই (নিঃ) জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পরী দাসকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার বোর্ড, ৬টি গুটি, একটি প্লাস্টিক কোড, একটি মোবাইল ফোন এবং নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, পরী দাসসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।