মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি
দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহীর মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৩০ নম্বর ওয়ার্ড উত্তরের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বুধপাড়া বাইপাস এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেনুজ্জামান রাসেল। সঞ্চালনা করেন মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এস রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
বক্তারা কর্মীসভায় সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও দলীয় কর্মসূচি সফল করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।