ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বারহাট্টায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় সহায়তাকারী নারী আটক

Link Copied!

 

মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনার বারহাট্টায় বিয়ের প্রলোভনে কিশোরীকে (১৬) ধর্ষণের সহযোগিতা করায় এক মহিলা আসামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে চন্দ্রপুর লামাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত পারুল আক্তার (৪৫) ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।

এই ঘটনায় মূল অভিযুক্ত ধর্ষণকারী কিবরিয়া (২৮) উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে।

তবে অভিযানের সময় মূল অভিযুক্ত ধর্ষণকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।

থানায় মামলা ও ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, অভিযুক্ত কিবরিয়া ২নং আসামি প্রতিবেশী পারুল আক্তারের বাড়িতে আগেই অবস্থান করছিল। ঘটনার সময় পারুল আক্তার ভুক্তভোগীকে ডেকে নিয়ে তার বাড়িতে যায়।

পরবর্তীতে ঘরের বাহিরের সিটকারী লাগিয়ে চলে যায় পারুল। তখন সুযোগ পেয়ে খালি ঘরে ভুক্তভোগীকে ধর্ষণ করে অভিযুক্ত কিবরিয়া। বিষয়টি প্রথমে ভয়ে পরিবারকে জানায় নি ভুক্তভোগী। তবে পরিবর্তীতে ভুক্তভোগী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। কিবরিয়া প্রথমে বিয়ের আশ্বাস দিলেও পরবর্তীতে সবকিছু অস্বীকার করে।

ভুক্তভোগী কিশোরীর মা জানায়, আমরা গরীব মানুষ। ত্রিপলের ঘরে বসবাস করি। আমার স্বামী ভাড়ায় অন্যের অটোরিকশা চালায়। কিবরিয়া আমার মেয়েকে ধর্ষণ করে সর্বনাশ করেছে। কয়েকদিন ধরে মেয়ে কিছু খায় না, বমি বমি ভাব। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর বিষয়টি স্বীকার করেছে। এখন আলট্রাসনোগ্রাম করে জেনেছি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি ন্যায় বিচার চাই।

কিশোরীর বাবা জানান, কিবরিয়ারা প্রভাবশালী, আমি দিন এনে দিন খাই। তাদের সাথে আমি হয়তো পারব না। আমি ন্যায় বিচার চাই।

বিষয়টি সম্পর্কে জানতে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েই আমরা মামলার ২নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মূল অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: