শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নৌকা যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ রবিউল আউয়াল) সকাল ৯টায় আলা হযরত সুন্নি সংঘের সার্বিক সহযোগিতায়। সুনামগঞ্জের তাহিরপুর
ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে এ জশনে জুলুছের আয়োজন করা হয়।
প্রায় ১৫টি নৌকা নিয়ে একতা বাজার থেকে জুলুছ শুরু হয়ে হলহলিয়া, মাটিকাটা, হাফানিয়া, লেদারবন্দ, বিন্দাবন্দ, নতুন বাজার ব্রিজ, কাউকান্দি বাজার, বোরকারা ও চরগাঁওসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে হলহলিয়া পশ্চিমপাড়া হাফেজ শামসুল হক বোগদাদি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
আলা হযরত সুন্নি সংঘের কো-অর্ডিনেটর রমজান আলী রবিনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ এর আগমনের তাৎপর্য তুলে ধরেন।
জশনে জুলুছে অংশ নেন বিভিন্ন দরবার শরীফের ভক্ত-মুরিদান, পীর-মাশায়েখ, আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া।
অন্যদের মধ্যে আবু বকর সিদ্দিক আল ক্বাদেরী, হাফেজ মোশাররফ হোসেন, ক্বারী মাওলানা রাহুল আমিন, মাওলানা আশরাফুল ইসলাম, আলা হযরত সুন্নি সংঘের সভাপতি জলিল আহমেদ তামিম, অর্থ সম্পাদক নূরুল হক, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী এ জশনে জুলুছ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।