ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের ওপর আইনজীবীদের আগ্রাসীআচরণে কেজিইউজে’র নিন্দা

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বর এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে সাংবাদিকদের সাথে কতিপয় আইনজীবীর অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে)।

শনিবার ( ৬ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব ঘটনার নিন্দা জানানো হয়। একই সাথে এসব ঘটনায় জড়িত আইনজীবীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রতিবাদ লিপিতে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের ওপর কতিপয় আইনজীবীর অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) সাংবাদিকদের সাথে এ ধরণের ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এছাড়া গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের এজলাস কক্ষে একাধিক সাংবাদিকের ওপর কয়েকজন আইনজীবী ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। এ ঘটনায় গোটা দেশের সাংবাদিক সমাজের সাথে একাত্মতা প্রকাশ করে কেজিইউজে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের সমালোচনা করে বিবৃতিতে বলা আরও হয়েছে, কেজিইউজে বিশ্বাস করে, আদালত একটি পবিত্র ও নিরাপদ স্থান। রাষ্ট্রের নাগরিকদের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসাস্থল হলো আদালত। আইনজীবীরা বিচারপ্রার্থী নাগরিকদের আইনি সহায়তাকারী। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করা গেছে, পেশাগত কাজে সাংবাদিকরা আদালত চত্বরে গিয়ে কতিপয় আইনজীবী দ্বারা নিগ্রহ ও হামলার শিকার হচ্ছেন। এ সকল ঘটনা দেশের আদালত প্রাঙ্গনের নিরাপত্তা এবং আইনজীবীদের আচরণবিধিকে প্রশ্নবিদ্ধ করছে।

আদালত প্রাঙ্গনে আইনজীবীদের উদ্ভট আচরণে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, আদালত প্রাঙ্গনে এমন আইনজীবীদের হাতে সাংবাদিকরা নিরাপদ না থাকলে তাদের হাতে বিচারপ্রার্থী নাগরিকদের নিরাপত্তা কতটুকু তা এসব ঘটনা ঝর্ণা জলের মতো পরিষ্কার ধারণা দেয়। আমরা কতিপয় আইনজীবীর এমন আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানাই।
আমরা দ্যর্থহীনভাবে বলতে চাই, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই সাংবাদিক ও গণমাধ্যমের পবিত্র দায়িত্ব। কেউ সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করলে সেটা তাদের জ্ঞানের দৈন্যতা বলেই বিবেচনা করে কেজিইউজে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত আইনজীবীদের শাস্তি দাবি করেছে কেজিইউজে নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘ কেজিইউজে আদালতের মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার নেওয়ার দাবি জানাচ্ছে। একই সাথে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট আইনজীবীদের প্রতি পেশাদার আচরণ চর্চার আহ্বান জানাচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: