মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করেছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের বান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ মহেষখোলা বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৮৮/১-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ৩৬ বোতল মদ আটক করা হয়।