গাইবান্ধা প্রতিনিধি : মো. শাহিন মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে খালের ওপর নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষকসহ সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে নির্মিত সেতুটি ছয় মাস আগে শেষ হলেও দুই পাশে মাটি ভরাট না করায় ব্যবহার অযোগ্য হয়ে আছে। বাধ্য হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসী মিলে বাঁশের সাঁকো বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। তবে সেটিও এখন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে যানবাহন তো দূরের কথা, পথচারীরাও ঝুঁকি নিয়ে পারাপার করছেন।
এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাজও নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে। সিডিউল মোতাবেক দৈর্ঘ্য-প্রস্থ ঠিক আছে কি না, সে নিয়েও সন্দেহ রয়েছে।
ইউপি সদস্য মজনু মিয়া জানান, “সংযোগ সড়ক না থাকায় জনগণ বিপাকে পড়েছে। ঠিকাদারকে বারবার অনুরোধ করলেও কাজ হয়নি।”
ঠিকাদার নুর মওলা বলেন, “খুব শিগগিরই দু’পাশে মাটি ভরাট করা হবে।” তবে বরাদ্দ সম্পর্কে কিছু বলতে পারেননি।
ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, “সেতুর কাজ শেষ হওয়ার পর থেকে যোগাযোগের চেষ্টা করলেও ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাধিকবার অফিসে ও মোবাইল ফোনে পাওয়া যায়নি। প্রকৌশলী নাসির উদ্দিনও কোনো তথ্য দিতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, “এখনই বিষয়টি জানলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”