ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ

গাইবান্ধা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

গাইবান্ধা প্রতিনিধি : মো. শাহিন মিয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে খালের ওপর নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষকসহ সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে নির্মিত সেতুটি ছয় মাস আগে শেষ হলেও দুই পাশে মাটি ভরাট না করায় ব্যবহার অযোগ্য হয়ে আছে। বাধ্য হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসী মিলে বাঁশের সাঁকো বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। তবে সেটিও এখন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে যানবাহন তো দূরের কথা, পথচারীরাও ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাজও নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে। সিডিউল মোতাবেক দৈর্ঘ্য-প্রস্থ ঠিক আছে কি না, সে নিয়েও সন্দেহ রয়েছে।

ইউপি সদস্য মজনু মিয়া জানান, “সংযোগ সড়ক না থাকায় জনগণ বিপাকে পড়েছে। ঠিকাদারকে বারবার অনুরোধ করলেও কাজ হয়নি।”
ঠিকাদার নুর মওলা বলেন, “খুব শিগগিরই দু’পাশে মাটি ভরাট করা হবে।” তবে বরাদ্দ সম্পর্কে কিছু বলতে পারেননি।

ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, “সেতুর কাজ শেষ হওয়ার পর থেকে যোগাযোগের চেষ্টা করলেও ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাধিকবার অফিসে ও মোবাইল ফোনে পাওয়া যায়নি। প্রকৌশলী নাসির উদ্দিনও কোনো তথ্য দিতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, “এখনই বিষয়টি জানলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: