রিয়াজুল ইসলাম নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জল আসন্ন জেলা ছাত্রদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জাসদ) নোয়াখালী জেলা শাখার নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে। ইতোমধ্যেই জেলা জুড়ে কে আসছেন নেতৃত্বে, কে থাকছেন কোন পদে—এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, সাইফুল ইসলাম উজ্জল নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই ছাত্রনেতা বিএনপির রাজনীতি করতে গিয়ে হয়েছেন ২১টি মামলার আসামি। একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং পাঁচবার কারাভোগ করেছেন তিনি। রাজনৈতিক সহিংসতায় তিনবার গুরুতর হামলার শিকার হন এবং দীর্ঘদিন ফেরারি জীবন কাটাতে হয় তাকে। তৃণমূল পর্যায়ে তার রয়েছে শক্তিশালী কর্মীবাহিনী ও ব্যাপক জনপ্রিয়তা।
জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছেও উজ্জল একজন প্রিয় মুখ। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে, বিশেষ করে গত ৫ অক্টোবরের পর হরতাল-অবরোধ কর্মসূচিতে তার ছিল সরব উপস্থিতি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজকে সংগঠিত করে নোয়াখালীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪-এর আন্দোলনের সময় ছাত্রলীগ ও পুলিশের টার্গেটে পরিণত হয়ে তিনি নিজ বাড়িতে থাকতে পারেননি। তবুও প্রতিদিন লোকজন নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ঘনিষ্ঠ এই নেতা ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথের ঐতিহাসিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। তার সে সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সোনাপুর অঞ্চলেও আওয়ামী নেতাকর্মীদের প্রতিরোধে সরাসরি নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি।
জেলার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রদল কর্মীরা জানিয়েছেন—তাদের প্রত্যাশা, আসন্ন জেলা ছাত্রদলের কমিটিতে কারাবন্দি ও নির্যাতিত, রাজপথের লড়াকু, কর্মীবান্ধব এবং জনপ্রিয় ছাত্রনেতা সাইফুল ইসলাম উজ্জলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

