ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ বুলবুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সভা-সমাবেশ, উঠান বৈঠক, পোস্টার, বিলবোর্ডে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আছেন একাধিক নেতা। মনোনয়ন পেতে দলের নেতারা দলের কেন্দ্রে বাড়িয়েছেন যোগাযোগ।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম-২ আসনে প্রার্থী ঘোষণা করেছে ভোটযুদ্ধের জন্য।

কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিএনপি থেকে এখানে মনোনয়ন চাইতে পারেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তৎপর রয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক।

জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত আসনটি কবজা করতে বিএনপি, জামায়াতসহ আরো কয়েকটি দল তৎপর হয়ে উঠেছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন দলটির প্রার্থী। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) আমসা আমিন গণফোরামের মনোনয়ন পেয়েছিলেন। পরে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনিও জনসংযোগ করছেন তাঁর ‘নৈতিক সমাজ’ সংগঠনের ব্যানারে।

জাতীয় পার্টির কোনো প্রার্থীর তৎপরতা এখানে দেখা যায়নি। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী। এনসিপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আমার বাংলাদেশ পার্টি (এবি) কুড়িগ্রামের আহবায়ক ডাঃ নজরুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা নুর বখত মিয়া।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: