ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীর প্রাণ ফেরাতে নেত্রকোণায় শুরু হলো কচুরিপানা পরিষ্কার অভিযান

Link Copied!


‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
‎নেত্রকোণায় ধলাই নদীর প্রাণ ফেরাতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধলাই নদীর মইনপুর এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার।

‎দীর্ঘদিনের উদ্যোগহীনতায় কচুরিপানা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে ঢেকে গিয়ে ধলাই নদী তার স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য হারিয়ে ফেলেছিল। এর ফলে মৎস্য বৈচিত্র্য কমে যাওয়া, কৃষিকাজে ব্যাঘাত সৃষ্টি ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এবার সেই নদীকে তার হারানো প্রাণ ফিরিয়ে দিতেই শুরু হয়েছে এ মহৎ উদ্যোগ।

‎পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের পাশাপাশি জেলার রাজনৈতিক নেতৃবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, এবং জেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল।

‎অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মইনপুরে অবস্থিত দুতী বাঁশের ব্রীজ পরিদর্শন করেন এবং সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে পাকা সেতু নির্মাণের আশ্বাস দেন।

‎স্বাগত বক্তব্যে পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার বলেন, “ধলাই নদীকে দূষণমুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দিতেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নাগরিক জীবনমান উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে পৌরসভা সবসময় জনগণের পাশে থাকবে।”

‎স্থানীয়রা জানান, এ উদ্যোগে নদীর প্রাকৃতিক রূপ ফিরে পেতে শুরু করেছে, যা কৃষি, নৌযান চলাচল এবং জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সচেতন মহল মনে করছে, এ ধরনের সম্মিলিত প্রয়াস শুধু নদী রক্ষায় নয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: