মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আলিম-ফাজিল শাখায় অভিভাবক সদস্য প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের প্রার্থী ওয়াজেদুল ইসলাম ওরফে ওয়াজে মেম্বার (ব্যালট নং-২) এবং গড়াডোবা ইউনিয়নের বিদ্যাভল্লব গ্রামের প্রার্থী এহসানুল হক শামীম (ব্যালট নং-১)। নির্বাচনে মোট ২৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়।
গণনা শেষে ১১৫ ভোট পেয়ে ওয়াজেদুল ইসলাম নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসানুল হক শামীম পান ১১২ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে হওয়ায় নির্বাচনটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অন্যদিকে এবতেদায়ী-দাখিল শাখায় মানিক মিয়া এবং কামিল শাখায় আজিজুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী বলেন, “পুরো নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
ভরাপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম বলেন, “সার্বিকভাবে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অল্প ব্যবধানে জয়-পরাজয় হলেও সবার সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

