কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান
গতকাল রাজারহাটে এসিল্যান্ড মহোদয়ের বিশেষ অভিযান ।বর্তমানে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা সকলে সতর্ক। এই রোগের বিস্তার রোধে এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, আজ রাজারহাটের বিভিন্ন এলাকায় পশু জবাইখানা পরিদর্শন করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মোঃ রহমত আলী, ভেটেরিনারি সার্জন, মোছাঃ রনজিনা আক্তার। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পশু জবাইখানার পরিবেশ ও মাংসের গুণগত মান যাচাই করা। মাংস যেন সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেছে রাজারহাট থানা পুলিশ। আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য।
অ্যানথ্রাক্স রোগ থেকে সুরক্ষিত থাকতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
* অসুস্থ পশুর মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকুন।
* যদি কোনো পশু অসুস্থ হয় বা মারা যায়, তবে সেটিকে জবাই না করে দ্রুত নিকটস্থ প্রাণিসম্পদ দপ্তরে খবর দিন।
* কাঁচা মাংস বা পশুর চামড়া সরাসরি খালি হাতে স্পর্শ করা থেকে বিরত থাকুন।
* পশু পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিয়মিত প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ নিন।
আপনার সচেতনতাই পারে আপনার পরিবার ও প্রতিবেশীকে এই রোগ থেকে রক্ষা করতে।