নিজস্ব প্রতিবেদক:
মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মানসিকতা দিয়ে যারা সমাজে আলো ছড়ান, তাদের মধ্যেই অন্যতম শাহিন আল সৈকত। তিনি একজন সহজ-সরল, নিরহংকার এবং অত্যন্ত ভালো মনের মানুষ। নিজের স্বার্থের চাইতে সমাজের কল্যাণকে বড় করে দেখেন তিনি।
শাহিন আল সৈকত সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করেন। যেখানেই কারো কষ্ট বা অসুবিধা দেখেন, সেখানেই এগিয়ে যান সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তার আচরণে নেই কোনো অহংকার কিংবা প্রভাব খাটানোর প্রবণতা; বরং সবসময় হাসিমুখে সাধারণ মানুষের সাথে মিশে যান।
স্থানীয়দের মতে, সৈকত মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন। অসহায়দের পাশে দাঁড়ানো, চিকিৎসা কিংবা শিক্ষার জন্য সহযোগিতা করা, সমাজের উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা—এসব কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
অনেকেই জানান, শাহিন আল সৈকতের মতো মানুষ সমাজে থাকলে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ আরও প্রসারিত হবে। তার মূলমন্ত্র হলো— "মানুষের সেবা করাই সর্বোচ্চ মানবতা"।