এমরান আলী বাবু,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
উপহারের সাইকেল পেয়ে খুশি আরাফাত হোসেন। গত ২০ দিন আগে (৮ সেপ্টেস্বর) রহনপুর বড় বাজার থেকে তার সাইকেলটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বাই সাইকেলটি খুঁজে পাননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক সাহায্যের আবেদন করা হয়। রুবায়েত হোসেন নামে এক মানবিক ব্যক্তি আবেদনটি দেখতে পেয়ে তাকে সাইকেল উপহার দিতে আগ্রহ প্রকাশ করেন। রবিবার (২৮ সেপ্টেস্বর) কুরিয়ারের মাধ্যমে তার বাইসাইকেলটি পাঠিয়ে দেন। ওই দিন বেলা ১১ টার দিকে তার প্রতিষ্ঠান রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যেম তার কাছে তুলে দেওয়া হয়। উপহারের সাইকেলটি পেয়ে আরাফাত হোসেনের মুখে হাসি ফোটে।
এদিকে জানা গেছে, আরাফাত হোসেন রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। বাড়ি উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার শেষ প্রান্তে। দিন মজুর পরিবারের সন্তান। গত ২০ দিন আগে রহনপুর বড় বাজর থেকে তার বাইকেলটি চুরি হয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করে সাইকেলটি খুঁজে পান নি। চুরি হয়ে যাওয়ার পর স্কুল আসা যাওয়ার তার কষ্ট হয়ে পড়ে।
রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, আরাফাত হোসেন প্রতিদিন স্কুলে উপস্থিত হতেন। চুরি হয়ে যাওয়ায় পর স্কুলে তার আসতে কষ্ট হতো। তার ছাত্রকে যে মহানুভব ব্যক্তি সাইকেল উপহার দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
উপহার পাঠানো রুবায়েত হোসনে বলেন, ছাত্রের পাশে দাড়াতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে হচ্ছে। লেখাপড়া করে আরাফাত মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করেন তিনি।

