এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরের কেডিসি পাড়ায় যৌথ অভিযানে স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা, ৩৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮৭ হাজার ৯ শত ২০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রাব্বানী সরদারের নেতৃত্বে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত প্রায় ৫০ জনের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, অঢেল সম্পদের মালিক এবং তারা তালিকাভুক্ত মাদককারবারি হিসেবে পরিচিত ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মোসা. উজলেফা বেগম (৩৫), স্বামী- মো. বেলাল, পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং- নুনগোলা কেডিসি পাড়া। ২. মোঃ বেলাল (৩৪), পিতা- লাল মোহাম্মদ, সাং- আনারপুর। (উভয়ের ঠিকানা: গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ)।
ডিএনসি’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

