ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্রের সামগ্রিক উন্নয়নে ১৯ টি পরিবারকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

দৈনিক পুনর্ভবা সংবাদ
অক্টোবর ১, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে সমতা নারী উন্নয়ন সংস্থা সহযোগিতায় দরিদ্রের সামগ্রিক উন্নয়নে ১৯ টি পরিবারকে ৩ মাসের প্রশিক্ষণ সহ ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন।
আজ (১ই অক্টোবর) বুধবার বিকাল ৪ ঘটিকায় সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিস হল রুমে এই সেলাই মেশিন বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি মোঃ আসলাম কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল সুকরানা, ধাইনগরে হ্যাভেন বুটিকের নারী উদ্দ্যোক্তা হোসনে আরা বেগম,চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা শামীমা বেগম।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ৬ষ্ঠ পর্যায়ে অর্থায়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তিন মাস ব্যাপী প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সমাজের পিছিয়ে পড়া, দুস্থ অসহায় মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিটি এনজিও’র উচিত আরো বেশী সংখ্যক যুবতী ও নারীকে প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নিজের পালে দাঁড়াতে সহায়তা করা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: