মোঃ মুনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
গোমস্তাপুরের চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্যভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে, যার প্রতিপাদ্য ছিল ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ :০০ টায় উপজেলার রহনপুরের উৎসব কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে একটি জাঁকজমকপূর্ণ র্যালি শুরু হয়। র্যালিটি রহনপুর পৌর সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে সমবেত হয়ে আলোচনা ও সাধারণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাঃ, এশিয়ার একমাত্র বাঙ্গালী মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী ও সমাজসেবক সুলতান আহমেদ, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ কাইয়ুম, তাছাড়া স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ফাতেমা কানিজ শাপলা প্রভাষিকা টেকনিক্যাল কলেজ গোমস্তাপুর।
আলোচনা সভায় বক্তাগণ প্রবীণদের অভিজ্ঞতা ও তাদের অবদানের মূল্যায়ন করে বলেন, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে প্রবীণদের মূল্যবান অবদান আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
তাই, সভাপতি সকলদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও যত্ন প্রদানের বিষয়টি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রবীণ দিবস অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।