আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
জানা গেছে, ১২ অক্টোবর (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি সেরাজুল হক)–এর দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীর, এসআই আনোয়ার ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুস সাত্তার ওরফে বিজয় (২০), পিতা আব্দুল মালেক, সাং পূর্ব তেজোপাড়া, রামেশাপুর, গাবতলী—কে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ২১ পিসসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি সেরাজুল হক বলেন, গাবতলীতে মাদক ব্যবসা বা সেবনের কোনো সুযোগ নেই। মাদক নির্মূলে গাবতলী থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।