গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম।
প্রতিদিনের মতই সোমবার (১৩ অক্টোবর ) বিকেলে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা, ডোবার মোড় ও যাতাহারা বাজার সহ বেশকিছু মোড়ে মোড়ে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে।
এ সময় তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১"দফা প্রস্তাব করে।
আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১"দফাতে আছে।
তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১"দফা ঘোষণা করেছেন তা বাংলার মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি করবে। তাই সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি।
সে সময় উপস্থিত ছিলেন, স্বানীয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।