এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম। এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক, কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মাহতব উদ্দিন মৃধা, উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষন অফিসার মো. আজিজুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন প্রমূখ।
র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।