মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জামালপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স–২০২৫”। সভায় সভাপতিত্ব করেন মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, জামালপুর । এছাড়াও অনুষ্ঠানে জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, পাবলিক প্রসিকিউটর (PP) এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কনফারেন্সে জামালপুর জেলার বিচারিক আদালত ও প্রশাসনের পারস্পরিক সমন্বয়, বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন কার্যকর দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।