মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব প্রতিবেদক :
জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলাপুর — লাঙ্গল জোড়া — ডাকপাড়া চত্বর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে ব্যাপক লিফলেট বিতরণ ও জনসচেতনা কর্মসূচি পরিচালনা করে।
জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোঃ সোহেল রানা খান-এর নেতৃত্বে অনুষ্ঠিত লিফলেট বিতরণী কর্মসূচিতে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয়দের মধ্যে লিফলেট পৌঁছে দিয়ে নেতারা তিন একাত্ম বার্তা পৌঁছে দেন — ৩১ দফা বাস্তবায়ন, জনগণের অংশগ্রহণে রাজনৈতিক ঐক্য ও ভোটের অধিকার রক্ষা।
মোঃ সোহেল রানা খান কর্মসূচির সময় বলেন, “জনাব তারেক রহমানের দেয়া ৩১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে; ৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরবো না।” তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং সাধারণ মানুষের কাছে বার্তাটি পৌঁছে দিয়ে আস্থা অর্জন করার গুরুত্বে জোর দেন।
তিনি আরও বলেন, “জনগণই একমাত্র ক্ষমার উৎস — তাই জনগণের প্রতি আস্থা অর্জন ও তাদের ভালোবাসা পেতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার ফিরে আনব।” পাশাপাশি তিনি অশান্তি বা ষড়যন্ত্রকারীদের উসকানিতে পা না রাখার, এবং কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতে আরও সমাবেশ ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নের দাবিটি জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

