ক্রাইম রিপোর্টারঃ
দীর্ঘদিনের ট্রাক দালাল ফারুক নামে পরিচিত হঠাৎ জিরো থেকে হিরো কোথায় পেলো আলাদীনের চেরাগ এখন কোটিপতি যেনো সিনেমার দৃশ্যকে হার মানিয়েছে?
ট্রাক মালিক পরিচয়ে পরিচিত ফারুকের বিরুদ্ধে আম পরিবহনের আড়ালে মাদক দ্রব্য পাচার ও ব্যবসার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সে তার মালিকানাধীন ট্রাকের মাধ্যমে আম পরিবহনের ছদ্মবেশে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে মাদকের রাজধানী গড়ে তুলে?
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাতে একটি ট্রাক বোঝাই আম পরিবহনকালে সন্দেহ হলে স্থানীয় লোকজন তা থামিয়ে তল্লাশি করে। এ সময় আমের নিচ থেকে গাঁজার প্যাকেট পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে ফারুক পালিয়ে যায় বলে জানা গেছে।
এলাকার সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে সে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলেও প্রশাসনের নজরদারি বা কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। তারা দাবি জানায়, অবিলম্বে ট্রাক মালিক ফারুককে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 📢 সচেতন মহলের আহ্বান:
মাদক মুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়ানো সময়ের দাবি।
বিস্তারিত থাকছে অনুসন্ধানীমূলক দ্বিতীয় পর্বে।