সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে । বুধবার (৬ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এতে দৈনিক নতুন প্রভাতের বারিউল ইসলাম বারিকে সভাপতি ও যায়যায়দিনের আমিনুল হক সোনাকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জালাল উদ্দিন (নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো (আমার দেশ), কোষাধ্যক্ষ হাবিবুল বারি (বাংলাদেশের আলো), দপ্তর সম্পাদক আব্দুল কাদির (সকালের সময়) । কার্যনিবার্হী তিন সদস্য হলেন, মমিনুল ইসলাম বাবু (দিনকাল), আমিনুল হক (খবরপত্র) ও সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান মাহমুদ মিম্পা (জনকন্ঠ) ।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।