ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অনুদানের অপেক্ষায় এতিম ছাত্রদের নিয়ে বিপাকে গ্রামবাসী : তিনমুঠো খাবার জোগাড়ে হিমসিম

দৈনিক পুনর্ভবা
আগস্ট ১২, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধি:

শিক্ষার্থীদের হৃদয়স্পর্শী আবেদন: কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য জরুরি ভিত্তিতে বিল্ডিং ও খেলার মাঠ মাসজিদ প্রয়োজন :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া কাজিগ্রাম,রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জে। গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর সহায়তায় পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি রয়েছে চরম অবকাঠামোগত সংকটে। অত্র মাদ্রাসায় এতিম ও গরীব পরিবারের শিশুরা বিনা পয়সায় কুরআন শিক্ষা, নৈতিকতা ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। কিন্তু তাদের শিক্ষার পরিবেশ আজ প্রশ্নবিদ্ধ।

মাদ্রাসাটি এখনও পাকা ভবনের অভাবে টিনের ঘরে পরিচালিত হচ্ছে। বর্ষাকালে টিনে পানি পড়ে, বই-খাতা ভিজে যায়, শিশু শিক্ষার্থীরা কষ্টে ক্লাস করে। প্রচণ্ড গরমে ঘরের ভেতর টিকে থাকা যায় না। ঠাণ্ডায়ও যথাযথ আশ্রয়ের অভাবে শিশুরা কষ্ট পায়। প্রায় এখানে ৮০ থেকে ১০০ এর উপরে এতিম ছাত্রদের আশ্রয় দিয়ে ধর্মীয় ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এমন একটি বিশেষ উদ্যোগে অনেকেই প্রশংসনীয় কথা প্রকাশ করেন। কয়েক গ্রামের মানুষ মিলে এতিম ছাত্রদের তিনমুঠো খাবার জোগাড় করতে এখন হিমশিম খাচ্ছে, সরকারি অনুদান থেকে রয়েছে তারা বঞ্চিত।

বিশেষ করে বিনোদনের জন্য অত্যন্ত জরুরী হয়ে পড়েছে খেলার মাঠ নেই, বন্দী জীবন:খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের একটি অপরিহার্য মাধ্যম। কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে খেলার কোনো উপযোগী জায়গা নেই। শিশু শিক্ষার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট একটি টিনের ঘরে বন্দী জীবন কাটায়। নেই মুক্ত বাতাসে দৌড়াদৌড়ি বা শরীরচর্চার সুযোগ। শিক্ষার্থীদের করুণ আবেদন: অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আশায় বুক বেঁধে আছে। তাদের একটাই আবেদন— সরকারি কোনো দৃষ্টি পড়লেই পাল্টে যাবে এতিম বাচ্চাদের শিক্ষার মান। প্রধান শিক্ষক মোবাইল নম্বর +8801749-679046 মাদ্রাসা কমিটির সেক্রেটারি + 01799204640

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: