ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোনদিকে যাবে : নির্বাচন কমিশনার

দৈনিক পুনর্ভবা
আগস্ট ২৩, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোনদিকে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের ক্লান্তি লগ্নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই নির্বাচনের দিকে দেশ ও জাতি তাকিয়ে আছে।

আমাদের প্রধান উপদেষ্টা জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ আমরাও তার সাথে একত্বতা ঘোষণা করছি আর আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। কোন রাজনৈতিক দল বললেন নির্বাচন হবে না সে বিষয়ে আমরা ভাবি না।
সুষ্ঠু নির্বাচন হতে যা যা প্রস্তুতি নেয়া দরকার তা আমরা নিচ্ছি ভোটার তালিকা হালনাগাদের জন্য আমাদের ৭৭ হাজারের অধিক লোক কাজ করছেন। ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে ইলেকশন হতে হবে সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি।

ভোটার হালনাগাদ হয়ে যাবে, নির্বাচন ইকুপমেন্ট কেনাকাটা মোটামুটি শেষ পর্যায়ে।
সীমানা নির্ধারণ প্রক্রিয়া চলমান আছে যা শুনানি আকারে চলবে।

ভোট কেন্দ্র বাছাই প্রক্রিয়া চলছে আইন শৃঙ্খলা বিষয়ে অস্ত্র অভিযান চলমান আছে।

তিনি আরও বলেন, একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোটকেন্দ্র দখল করেন। ব্লাড বক্সে সিল মারেন। এবার তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপর দোয়া আমাদের কর্তব্য এ বিষয়ে সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: