ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসের জানাজা সম্পন্ন

দৈনিক পুনর্ভবা
আগস্ট ২৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

এমরান আলী বাবু,
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি: রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫ টায় রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে তিনি শনিবার বেলা সোয়া দশটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের ছোট ভাই ও রহরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা পূর্বে স্মৃতিচারন বক্তব্য দেন তার বড় ভাই সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সচিব আব্দুল মান্নান, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, গোমস্তাপুর উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির ড. মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, সাবেক ছাত্রনেতা মুক্তাদির বিশ্বাস, মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাসসহ অনেকে। । জানাযা শেষে তাকে ডাইংপাড়া কবরস্থানে দাফন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: