ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

মোঃ মনোয়ার হোসেন রাজশাহী প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জেনারেল আসাদুজ্জামান।

সোমবার বিকেলে বার কাউন্সিলর অ্যাসোসিয়েশন ভবনে আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং পরামর্শমূলক বক্তব্যে দেন তিনি।

তিনি বলেন সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের ট্রেনিং এর ব্যবস্থা এবং সকল সুযোগ সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এছাড়াও তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা, দেয়া হবে কঠোর শাস্তি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানেই থাকবে ন্যায়বিচার, ভোটাধিকার। দীর্ঘ এক বছরে কোন গুম খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন-গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে।

অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সভাপতি জনাব আলহাজ্ব মো: আবুল কাসেম, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন।

সাধারণ সম্পাদক জনাব মো: জমসেদ আলী, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন। বিশেষ অতিথি জনাব এডভোকেট মো: শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক মহানগর বিএনপি, রাজশাহী ও সহ ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
জনাব মো: মাইনুল আহসান পান্না সদস্য বাংলাদেম বার কাউন্সিল ও বিজ্ঞ জিপি জেলা জজ আদালত, রাজশাহী।
জনাব মো: রইসুল ইসলাম, বিজ্ঞ পিপি জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী।
জনাব মো: আলী আশরাফ মাসুম বিজ্ঞ পিপি মহানগর দায়রা জজ আদালত, রাজশাহী। জনাব মো: এরশাদ আলী ঈশা, সাবেক আহবায়ক, রাজশাহী মহানগর বিএনপি ও চেয়ারম্যান কল্যান তহবিল কমিটি, রাজশাহী বার এসোসিয়েশন।
জনাব পারভেজ তৌফিক জাহেদী সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন ও সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি। ব্যারিস্টার জনাব মো: মাহফুজুর রহমান মিলন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, জনাব আবু মোহাম্মদ সেলিম সাবেক সিনিয়র সহ সভাপতি, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন ও নায়েবে আমীর বাংলাদেশ জামায়েত ইসলাম রাজশাহী মহানগর প্রমুখ্য।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: