মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে আলোচিত ভ্যানচালক মিন্টু হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত ৯ই সেপ্টঃ যশোর কোর্ট মোড়ে মিথ্যা,ভিত্তিহীন মানববন্ধন আয়োজন ও ষড়যন্ত্রের অভিযোগে পরিবারের সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের ছেলে আকাশ(১০)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে মনিরামপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত অভিযোগে মিন্টুর ছেলে আকাশ জানান, গত ২৯ আগস্ট সন্ত্রাসীদের হামলায় তার বাবা মিন্টু হোসেন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং পুলিশ প্রধান আসামি বড় সাব্বিরসহ তিনজনকে গ্রেফতার করে। সে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সাংবাদিকদের দ্রুত তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
আকাশ অভিযোগ আরো বলেন, তাদের পরিবারের সঙ্গে পরামর্শ ছাড়াই যশোরের এক ব্যক্তি সুমন ভুয়া মানববন্ধন আয়োজন করে। তিনি দাবি করেন, “সুমন আমাদের যশোরে নিয়ে গিয়ে কোর্ট মোড়ে কিছু অচেনা লোকের হাতে মানববন্ধনের ব্যানার ধরিয়ে দেন। পরে জানতে পারি, তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অর্থের বিনিময়ে আমাদের ব্যবহার করেছেন এবং উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন ও তার ভাই তুহিন হাসানকে জড়িয়ে ষড়যন্ত্র করেছে।আমার পিতার মৃত্যুর পর থেকে উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন ও তুহিন হাসান তাদের পরিবারের পাশে রয়েছেন এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার যশোর কোর্ট মোড়ে ঐ যড়যন্ত্র মূলক মানববন্ধনে প্লাকার্ড ও ব্যানারে উপজেলা বিএনপিকে হেয় করে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের ছোট ভাই তুহিন হাসান ও তাহেপুর গ্রামের যুবক ফয়সালকে আসামীদের তালিকায় অন্তর্ভুক্তির প্রচেষ্টা করা হয়।যার মূল মাস্টারমাইন্ড যশোর থেকে হঠাৎ মণিরামপুরে আসা সুমন নামে এক যুবক।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নিহত মিন্টু হোসেনের পিতা,ছোট ভাই পিকুল ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।