ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশের ৩১ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগ

মুহা. জহিরুল ইসলাম অসীম ‎ জেলা প্রতিনিধি, নেত্রকোণা
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!


‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
‎নেত্রকোণা জেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্স, নেত্রকোণায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

‎এ পরীক্ষায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পরে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

‎এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “আমরা নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। এখানে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় এ জায়গা অর্জন করেছেন।”

‎এসময় তিনি যারা এবারে উত্তীর্ণ হতে পারেননি, তাদের ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

‎নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: