ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরের রাজমিস্ত্রি মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত্যু আটক -১

মোঃ মুনিরুল ইসলাম
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মুনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি
সজীব আলী (৩১) শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত হয়েছে। মৃত সজীব গোমস্তাপুর উপজেলার গোপাল নগর গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় আটকৃত লিটন নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে।

ঘটনাস্থল: মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল এর নর্মিাধীন বাড়ীতে এ ঘটনা ঘটে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: গত ১৯ আগষ্ট মঙ্গলবার রাজমিস্ত্রির কাজের জন্য মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল, পিতা-মৃত ইউনুস আলী, এর নবনির্মিত বিল্ডিং এর কাজ করার জন্য যায়। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর অনুমান পৌনে একটার সময় উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় নির্মান কাজ চলাকালীন সহকর্মী লিটন এর সাথে সজীব এর কাজের বিষয় নিয়া কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন, সজীবকে বিল্ডিং এর দ্বিতীয় তলা হইতে ধাক্কা মারিলে ভারসম্য রাখিতে না পারিয়া সজীব বিল্ডিং এর নিচে পাকা উপর পড়িয়া মাথায় গুরত্বর জখম প্রাপ্ত হইলে সঙ্গীয় থাকা লোকজন দ্রুত সজীবকে মাদারীপুর থানাধীন কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সজীব ১২ সেপ্টেম্বর শুক্রবারে বিকেল ৩ টায় মৃত্যু বরণ করেন।
পরবর্তীতে সঙ্গীয় থাকা লোকজন স্থানীয় মাদারীপুর সদর থানায় না গিয়া মৃত সজীব ও লিটনকেসহ গোমস্তাপুর থানায় হাজির হইলে মৃত সজীব এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের এর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আটককৃত লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: