মোঃ বুলবুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সভা-সমাবেশ, উঠান বৈঠক, পোস্টার, বিলবোর্ডে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আছেন একাধিক নেতা। মনোনয়ন পেতে দলের নেতারা দলের কেন্দ্রে বাড়িয়েছেন যোগাযোগ।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম-২ আসনে প্রার্থী ঘোষণা করেছে ভোটযুদ্ধের জন্য।
কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিএনপি থেকে এখানে মনোনয়ন চাইতে পারেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তৎপর রয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক।
জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত আসনটি কবজা করতে বিএনপি, জামায়াতসহ আরো কয়েকটি দল তৎপর হয়ে উঠেছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন দলটির প্রার্থী। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) আমসা আমিন গণফোরামের মনোনয়ন পেয়েছিলেন। পরে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনিও জনসংযোগ করছেন তাঁর ‘নৈতিক সমাজ’ সংগঠনের ব্যানারে।
জাতীয় পার্টির কোনো প্রার্থীর তৎপরতা এখানে দেখা যায়নি। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী। এনসিপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আমার বাংলাদেশ পার্টি (এবি) কুড়িগ্রামের আহবায়ক ডাঃ নজরুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা নুর বখত মিয়া।

