ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

Link Copied!



‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
‎নেত্রকোণা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।

‎যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান।

‎যোগদান উপলক্ষে সাইদুর রহমান বলেন,
‎“ছাত্র রাজনীতি থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু মোটা অঙ্কের টাকা না দেওয়ায় দলে মূল্যায়ন পাইনি। বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে। তাদের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”

‎আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “গত ১৬ বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি। এমনকি পাঁচজন মিলে খাবার অনুষ্ঠান করার সুযোগও দেওয়া হয়নি। কিন্তু ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি। যারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বলি—চাঁদাবাজি বন্ধ করুন। ইতিমধ্যেই ঢাকসু ও জাকসু নির্বাচনে আপনারা এর ফল ভোগ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: