ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টাদের অন্য দলে যাওয়া চলবে না: রাজশাহীতে সারজিস আলম”

মোঃ মনোয়ার হোসেন রাজশাহী প্রতিনিধিঃ
অক্টোবর ৬, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল, তাই তাদের উচিত সেই বিশ্বাসকে সম্মান করা।

সোমবার বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে নিরাপদভাবে পদত্যাগ করতে পারে, তা ভাবছেন। কিন্তু তারা যেন চুপি চুপি দায়শূন্যভাবে চলে না যান। নির্বাচনের মধ্য দিয়ে চলে যাওয়া সম্মানের নয়।”

সারজিস আলম আরও উল্লেখ করেন, উপদেষ্টাদের আচরণের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, “ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, সেই ঘোষিত সময়ে নির্বাচনে যেতে কোনো বাধা নেই এনসিপির।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে, আগের মতোই ছাত্র-জনতা আবার রাজপথে অবস্থান নেবে।”

এর আগে সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় তিনি জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর দলের কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। পরে সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ জেলা ও মহানগরের অন্যরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: