ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নেপালতলী বুরুজ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দৈনিক পুনর্ভবা সংবাদ
অক্টোবর ১২, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ ও পরিচালনা কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকশত নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এলাকাবাসীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক তথ্য গোপন করে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং তার অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেন।

অভিভাবক পেস্তা মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে দায়িত্বে থাকা উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ নাঈম রেজা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম, সুলতান হেলাল, রুবেল সরকার, আব্দুল মালেক, কবিরুল ইসলাম জাহাঙ্গীর, বাদল আব্দুল হামিদ, রিপন, সুকেস, আলম, জাবেল, ফজল ইসলাম, আতিক হাসান, শহিদুল ইসলাম, দুখু মিয়া, মজনু, জামিল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। স্কুল ফান্ডে জমা না করে উল্টো ৭০ হাজার টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলন করেছেন। এছাড়া তার স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: