
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানাধীন দশরশিয়া গ্রামে( ১৩ অক্টোবর) সোমবার সকাল সাড়ে আট ঘটিকায় মৃত আমির হোসেনের বসতবাড়ী তল্লাশি করে ৯.৫ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান নেতৃত্বে এই অভিযান চালিয়ে ৯.৫ গ্রাম হেরোইন সহ ২ জন আসামি গ্রেফতার করে। আসামি হচ্ছে মৃত আমির হোসেনের স্ত্রী মোসাঃ চামেলী বেগম (৪৮), মৃত আমির হোসেনের ছেলে মোঃ সেলিম রেজা (২৫)। আসামি ২ জন সম্পর্কে মা ও ছেলে।
আসামী মা ও ছেলে বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং- ৮(খ) ও ৪১ধারা মোতাবেক ০১ টি মামলা দায়ের করে ।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।